জীবননগর ব্যুরো: জীবননগরে জাতীয়পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা জাতীয়পার্টির উদ্যোগে এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে শহরের থ্রি-স্টার হোটেলে আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা জাতীয়পার্টির সিনিয়র সহসভাপতি শাহাব উদ্দিন বিশ্বাস খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল ইসলাম।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা জাতীয়পার্টির সভাপতি জাহিদুর রহমান রেন্টু, দামুড়হুদা উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, জীবননগর উপজেলা জাতীয়পার্টির সিনিয়র সহ-সভাপতি মমিনুল ইসলাম হানেহার, সাধারণ সম্পাদক হাজি মোসাব কাক্কা, দর্শনা থানা জাতীয়পার্টির সভাপতি নুরুজ্জামান, দামুড়হুদা উপজেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি আবু জাফর, জীবননগর পৌর জাতীয়পার্টির সভাপতি আশাদুল ইসলাম মোল্লা ও জেলা যুব সংহতির সভাপতি বিপ্লব হোসেন। জীবননগর পৌর জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হাসাদহ ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি মতিয়ার রহমান, রায়পুর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি আব্দুস শুকুর, বাঁকা ইউনিয়ন জাতীয়পার্টির সাধারণ সম্পাদক রহিম শিকদার, সীমান্ত ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শফি, নাটুদহ ইউনিয়ন জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মীর নুরুজ্জামান, দামুড়হুদা ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি আমিরুল ইসলামসহ জাতীয়পার্টি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.