জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মসজদির ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
জীবননগর পাইলট মাধ্যমিক স্কুল মাঠে ১শ’ জন ইমাম ও মুয়াজ্জিমের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। হাসাদাহ প্রতিনিধি জানিয়েছে, জীবননগর উপজেলার বাকাঁ ইউনিয়নে ও হাসাদাহ ইউনিয়নে নি¤œআয়ের মানুষের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাকাঁ গ্রামে ও বৈদ্যনাথপুরে আকিজ গ্রুপের উদ্যোগে প্রকৌশলী মনির হোসেন খানের মাধ্যমে ৮০ জন অসহায় পরিবারের মাঝে এ খাবার সামগ্রী বিতরণ করা হয়। খাবার বিতরণকালে সহযোগিতা করেন সবুর মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী মাস্টার ও সফিকুল ইসলাম। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।