আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হাজি মো. আলী আজগার টগর ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি গতকাল রোববার বেলা সাড়ে ৩টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জীবননগরের আন্দুলবাড়িয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট, দোয়া ও সকলের সহযোগিতা প্রার্থনা করেছেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাজি আলী আজগার টগর এক পথসভায় নবীন ভোটারদের শতভাগ ভোট নৌকা মার্কায় পাবার আশাবাদ ব্যক্ত করে বলেন, এ নৌকা আমার নয়, এ নৌকা বাংলাদেশ আওয়ামী লীগের, স্বাধীনতা সংগ্রামের ও সর্বভৌমত্বের প্রতীক। আপনারা যারা নৌকার জন্য লড়াই-সংগ্রাম করেছেন, আসুন মান-অভিমান ভুলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে ব্যাপক ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত করি। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পর পর ৪ বার মনোনয়ন দিয়েছে। এ জনপদ অবহেলিত ছিলো। আমি ইতোপূর্বে ৩বার নির্বাচিত হয়ে টানা ১৫ বছরে রাস্তা, ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসার, মন্দির, গোরস্থানের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এসব উন্নয়ন বিএনপি-জামাতের চোখে পড়ে না। তারা ২০১৩-১৪ সালে জ্বালাও পোড়াও করে দেশের মানুষকে পুড়িয়ে মেরেছে, দেশের অর্থনীতিকে ব্যাপক ক্ষতিগ্রস্থ করেছে। আমরা জামাত-বিএনপির সেই ধ্বংসযজ্ঞ, করোনা, রাশিয়া-ইউক্রেনযুদ্ধে দেশের ক্ষতিগ্রস্থ অর্থনীতিকে গতিশীল করে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছি। আমার বিশ্বাস নেতাকর্মী ও জনগন নৌকার পক্ষে ভোটারা আগামীতে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করবে। আগামীতে আমরা সরকার গঠন করতে পারলে গ্রামকে শহর, স্মার্ট ও উন্নয়নের বাংলাদেশ উপহার দেয়া হবে। গণসংযোগকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম মোক্তার, সহ-সভাপতি মীর মকলেচুর রহমান টজো, ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, এমপি পিএস শাখাওয়াত হোসেন সুমন, বিশিষ্ট সমাজ সেবক মহাসীন খান, সহসভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, যুগ্মসাধারণ সম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপু, শেখ আতিয়ার রহমান, কোষাধ্যক্ষ মোল্লা ফকরুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, ত্রাণ বিষয়ক সম্পাদক নাজের আলী, ইউনিয়ন যুবলীগনেতা সামসুজ্জোহা, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান, সাবেক ইউপি সদস্য দরুদ আলী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলামসহ ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এ সময় সাথে ছিলেন। এছাড়াও সন্ধ্যার পর তিনি আন্দুলবাড়িয়া পোকামারীপাড়া, বাজদিয়া, নিশ্চিন্তপুর ও ডুমুরিয়া গ্রামে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গভীর রাত অবদি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দেশের উন্নয়নের ধারা তুলে ধরে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.