পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর প্রবিধিমালা গঠন অনুযায়ী ৬ মাসের জন্য তাকে সভাপতি করে সাধারণ শিক্ষক সদস্য মো. শাহারিয়া ইসলাম, অভিভাবক সদস্য মো. নাহারুল ইসলাম ও সদস্য সচিব অধ্যক্ষ তেঁতুল শেখ কলেজকে অনুমোদন দেয়া হয়। নতুন গভর্নিংবডির সভাপতি হওয়ায় গতকাল সোমবার রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটনকে কলেজের সকল শিক্ষক ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মারফুল ইসলাম, প্রভাষক মো. গোলাম কিবরিয়া, মো. শাহারিয়ার, আরিফুজ্জামান, সাজেদুর রহমান, অনন্নাজ ফাতেমা, শারমীন জাহান, মাকসুদা খাতুন, খাইরুল, আবুজার, জাহিদুল, ফারুক, রেজাউল করিম, আবুশামা, তাছলিমা পারভীন, আরিফ হোসেন, সরুজ আলম, হারুন আর রশিদ, রাকিবুল হাসান, মোস্তফা শওকত ইমরান, ফারহানা পারভীন, মনিরা পারভীন, সাইফুল ইসলাম, জহুর রায়হান ও এনামুল হক।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ