মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। ইফতার মাহফিল অন্যান্যের মধ্যে মেহেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, পুলিশ সুপার মো. রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, লিংকন বিশ্বাস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহার, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পুলিশ লাইন সংলগ্ন নিজস্ব কার্যালয়ের সামনে জেলা সৈনিক কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। এরপর সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া ও ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে অকুতোভয় বীর সেনানী, সেনা নৌ বিমান বাহিনীর সদস্য দ্বারা গঠিত এই সংগঠনের কর্মকা- খুবই আশাব্যঞ্জক। আমিও তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। তিনি আরও বলেন এমন সংগঠনের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আতিকুল হক। সভাপতির বক্তব্যে আব্দুল লতিফ বিশ্বাস বলেন, আপনাদের সহযোগিতা পেলে এই সংগঠন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবে। তাছাড়া প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আশাও ব্যক্ত করেন তিনি। জেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুহা. শরিফুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি আজিম উদ্দিন, সহসভাপতি ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বড় বাজার মুক্তিযোদ্ধা মার্কেটে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শিল্প বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহরিন হক মালিক, সহ-সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোর্য়াদ্দার ইবু, সহ-সভাপতি হাজি শাহাবুদ্দিন মালিক, জেলা পরিবেশক সমিতির সভাপতি চান্নু, সাধারণ সম্পাদক হাজি মাহবুব আলম রিংকুসহ পরিবেশক সমিতির নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ। দোয়া ও ইফতার মাহফিলটি পরিচালনা করেন বড় বাজার (পুরাতন গলি) জামে মসজিদের ইমাম মাও. জসীম উদ্দীন।
ব্যাডমিন্টন খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় রোকনুজ্জামান রোকনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বঙ্গজ পিভিসি ফ্যাক্টরির হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মহসীন, দর্শনা থানার অফিসার্স ইনচার্জ লুৎফুল কবীর, জেলা স্কাউটের কমিশনার সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, আলহাজ্ব নিপ্পন, বিশিষ্ট ব্যবসায়ী সালমান, ঢাকা মীরপুরের স্পোর্টস ৫৯-এর পরিচালক জেসিমুজ্জামান হিমেল, ইরফান গ্যালারির পরিচালক আ. সালামসহ সদর থানা ও দর্শনা থানার অধিকাংশ পুলিশ কর্মকর্তারা। ইফতার মাহফিল দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল জব্বার।
এদিকে, চুয়াডাঙ্গার ফাতেমা প্লাজা আইটি মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মার্কেট পরিচালনা কমিটির সভাপতি ডা. গিলবাট বাপী রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. বিপ্লব হোসেন। দোয়া পরিচালনা করেন কমিটির সদস্য আশরাফুল আলম। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাধারণ ব্যবসায়ীবৃন্দ।
এছাড়াও সারা বাংলা এসএসসি ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের পক্ষ থেকে দামুড়হুদার পুড়াপাড়াস্থ রাজা ইটভাটা সংলগ্ন জামিয়া আশরাফিয়া শামসুল উলুম হাফিজিয়া মাদরাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মাদরাসায় অধ্যায়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সারা বাংলা ৮৮’র চুয়াডাঙ্গা জেলা কো অর্ডিনেটর বিশিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ ডা, সায়ীদ মেহবুব-উল কাদির। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিছুর রহমান। উপস্থিত ছিলেন মাদরাসার জমিদাতা প্রতিষ্ঠাতা চুয়াডাঙ্গার কৃতিসন্তান প্রয়াত ওয়াশিকুর রহমান জোয়ার্দ্দার বিল্লাল মিয়ার দুই সন্তান ওয়াহিদ হোসেন জোয়ার্দ্দার শান্ত ও আসিফ হোসেন জোয়ার্দ্দার রাহুল, পুড়াপাড়ার কৃতি সন্তান শমশের আলী, ঝিনাইদহের কৃতিসন্তান বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার রাইসুল ইসলাম আসাদ, সারা বাংলা ৮৮’র চুয়াডাঙ্গা জেলা যুগ্ম কো-অর্ডিনেটর শামস গোলাম হোসেন আবীর, শাহীন পারভেজ, মহসিন আলী, শফিকুল ইসলাম জিন্নাহ, হামিদুল ইসলাম সেন্টু, সাংবাদিক রিফাত রহমান, আতিকুল হক সন্টু, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক নেন্টু, জহুরুল ইসলাম, সাহেল আহমেদ স্বজল, আমির খসরু, মজিবুর রহমান, এটিএম সাইফুল ইসলাম, ইমরোজ মোল্লা, রফিক মল্লিক, দামুড়হুদার বখতিয়ার হোসেন বকুল, ইউসুফ আলী খান ইছা মেম্বার, আশেখ উদ দৌলা লিটন, আতিয়ার রহমান খান, উজিরপুরের একরামুল হক, সুবলপুরের সাব্বির আহম্মেদ, পুড়াপাড়ার অ্যাড, ড. ফরজ আলী এবং দর্শনার কামরুল হাসান হিরো। মাদরাসায় অধ্যায়নরত হাফেজি পড়ুয়া ছাত্রদের হেফজখানা (ক্লাসরুম) নির্মাণ বিষয়ে আলোচনাকালে প্রধান অতিথি ব্যক্তিগত তহবিল থেকে ১০ বস্তা সিমেন্ট এবং ডা. সায়ীদ মেহবুব উল কাদির চুয়াডাঙ্গার বন্ধুদের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা গোলাম মুরশীদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় সখি ফিল্মস্ ও সৃষ্টি মাল্টিমিডিয়ার আয়োজনে ইফতার ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার হেমলেট কফি হাউজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সখি ফিল্মস্ ও সৃষ্টি মাল্টিমিডিয়ার সভাপতি আব্দুর জব্বার লিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, সখি ফিল্মস্ ও সৃষ্টি মাল্টিমিডিয়ার এবং তরিকা গ্রুপের উপদেষ্টা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, কাউন্সিলর আলাল উদ্দিন, সাংবাদিক হামিদুল ইসলাম আজম, ফিরোজ ইফতেখার, সখি ফিল্মস্ ও সৃষ্টি মাল্টিমিডিয়ার পরিচালক হাফিজুর রহমান জীবন। সখি ফিল্মস্ ও সৃষ্টি মাল্টিমিডিয়ার উপদেষ্টা শামীম রেজার উপস্থাপনায় অভিনেতা রাজিবুল ইসলাম রাজিব, রাশেদুল ইসলাম সাইজি, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, জাফ্ফার আলী মনা, সিরাজুল ইসলাম, আরমান আলী, মামুন, মোস্তাক আলী, রিপন, আলমগীর হোসেন, জাহাঙ্গীর, আলমগীর, রেজাউল হক, চিকন আলী, সজীব, রানা, জামাল, জীবন, পাভেল, সোহেল রানা, পারভেজ, তরুণ কুমারসহ সকল সদস্যবৃন্দ।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কুতুবউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানউজ্জামান হান্নান। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি ফজলুল হক, মতিয়ার রহমান, ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. জাহান আলী, লাবলু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিদুল বিশ্বাস, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবু, মিনাজ, তাহের, ইসলাম, আনিস, মনছের লিপন, ইশতিয়াক, সিদ্দিক, মিঠুন, পয়সা, কালাম, হাসেম, রবিউল, সিরাজুল, গোলাম মাস্টার, বজলু, মিনা, তরিকুল, আলম, মানিক, নয়ন, মস্তফা, বিমান, রতন, শুভ, মিলটন, আকাশ, রনি, জুয়েল, ইমরান, সাইদুর, মামুন প্রমুখ।
আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে গাংনী ইউনিয়নের আসমানখালী বাজারে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা মামুন ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো. আক্তারুজ্জামান হাবলু। বিশেষ অতিথি ছিলেন দেলোয়ার হোসেন, সেলিম রেজা, চাঁন মোহাম্মদ, আব্দুল খালেক, ফরজ আলী, টোকন মিয়া, মামুন হোসেন, আব্দুর রাজ্জাক, রাকিব হাসান, রাজ খাঁন, বাশার মিয়া, রাকিবুল ইসলাম, হাফিজুর রহমান, সুলতান হোসেন, তামিম ইকবাল, আমির হামজা, কিবরিয়া হোসেন, নুর মোহাম্মদ, রিয়াজ মিয়া, লাল্টু মিয়া, মিন্টু হোসেন, শরিফুল ইসলাম, সাকিব আল হাসান, জিহাদ, শাফিম, নিশান, জুয়েল রানা প্রমুখ। দোয়া ও মোনাজত পরিচালনা করেন লাভলু হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদল নেতা রকিবুল ইসলাম।
হাসাদাহ প্রতিনিধি জানিয়েছেন, জীবননগর উপজেলার হাসাদাহে বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আর্স বাংলাদেশের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার হাসাদাহ মাঝপাড়ায় আর্স বাংলাদেশ শাখা অফিসে ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্সের আঞ্চলিক ব্যবস্থাপক আবু তালেব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিকুল আলম নান্নু। বিশেষ অতিথি ছিলেন হাসাদাহ ক্যাম্পের এসআই শাহআলম। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আল আমিন, ঝিনাইদাহ পল্লী বিদ্যুত সমিতি কর্মরত পারভেজ, হাসাদাহ বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম, এসকে মানিক, আর্স বাংলাদেশ হাসাদাহ শাখার ম্যানেজার মিজানুর রহমান ও আব্দুর সাত্তার।