স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার ‘সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ সেøাগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় বক্তারা বলেন, সমাজসেবা কথাটি ছোট কিন্তু এর তাতপর্য অনেক বড়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর পরই যুদ্ধ বিধ্বস্থ দেশকে পুনর্গঠনের কাজ শুরু করে। বক্তারা অসহায় মানুষের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদার করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেয়ার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কর্মসূচি চালু করেন। বর্তমানে বাংলাদেশে এমন কোনো পরিবার নেই যে সেই পরিবার সরকারের কোনো সুবিধা পায় না। আমরা যারা সরকারি চাকুরি করি তারা শুধু চাকরির মানসিকতা নিয়ে থাকলে হবে না। চাকুরির পাশাপাশি নিজের দায়িক্তবোধ থেকে সমাজের সেবামূলক কাজ করতে হবে। তাহলে আল্লাহ তায়ালা খুশি হবেন নিজের মনও ভালো থাকবে সেবামূলক কাজ করার জন্য। এ জন্য আমাদের সমাজের সকলকে সমাজসেবামূলক কাজ করতে হবে। চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও চুয়াডাঙ্গায় কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ এ কর্মসূচির আয়োজন করেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়। চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। সভায় প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের সকল কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়া হয়।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে শহর প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা ৭০’র অগ্নিসেনা মঈন উদ্দিন পারভেজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার নাজমুল হোসেন। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. মনজুরুল হক বেলু, ইউপি সদস্য রবিউল ইসলাম, পৌরসভার প্রধান সহকারী খাইরুল ইসলাম নাসিম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, দেশসেবা সংস্থার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, তৃতীয় লিঙ্গের কাঞ্চন, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা কাজী ওমর ফারুক প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে মেহেরপুরে র্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মো. ফজলে রাব্বির সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শামীম হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন। বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. আব্বাস উদ্দীন, শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহামুদ, মো. মামুনুর রশীদ, সীমা চৌধুরী, ফায়েল উদ্দিন আহমেদ, এনামুল হক, ব্র্যাকের জেলা কো-অডিনেটর মনিরুল ইসলাম প্রমুখ। পরে সেখানে সহায়ক উপকরণ এবং ভালো কাজের স্বীকৃতিস্বরুপ পুরস্কার বিতরণ করা হয়। এদিকে এরআগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে একট র্যালি বের করা হয়। জেলা প্রশাসক মো. শামীম হাসানের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শুরু করে বাদ্যের তালেতালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে জেলা সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মো. ফজলে রাব্বি, মেহেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম, রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী মো. আবুল মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে সেখানে শহর সমাজ সেবার উদ্যোগে সুবর্ণ নাগরিকদের হাতে পরিচয়পত্র প্রদান উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো. শামীম হাসান সুবর্ণ পরিচয়পত্র প্রদান উদ্বোধন করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.