স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সদরুল উলা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। গতকাল রাত সাড়ে ৮টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। সদরুল উলা (পুটু স্যার) চুয়াডাঙ্গা বড় বাজারপাড়ার মৃত মোজাহার আলীর ছেলে। আজ বুধবার বাদ জোহর চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।
জানা গেছে, সদরুল উলাকে গত ২০ জানুয়ারি ঢাকার ইবনে সিনা হাসপাতোলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। মৃত্যুর পর হাসপাতাল থেকে রাতেই লাশ নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা। সদরুল উলা চুয়াডাঙ্গা ভি. জে সরকারি উচ্চ ও কমলাপুর পিটিআইয়ে সুপারিনটেডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বাদ জোহর চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। দাফন ও জানাজায় আত্মীয়-স্বজনসহ শুভাকাক্সক্ষীদের শরিক হওয়ার জন্য পরিাবরের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।