সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার ধুতুরহাট গ্রামের পরকীয়ায় মত্ত এক সন্তানের জননী বিউটি খাতুন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পরকীয়া প্রেমিক সবুজের বাড়িতে তিনি অবস্থান নিয়েছেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ধুতুরহাট গ্রামের রুবেলের সাথে বিউটি খাতুনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তান রয়েছে। একই গ্রামের আফিল উদ্দিনের ছেলে সবুজের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে বিউটি। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি করে। আপস মিমাংসার চেষ্টা করা হয়। কিন্তু তারা এর কোনো তোয়াক্কা না করে গোপনে সবুজের বাড়িতে বিয়ের দাবিতে উঠে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সবুজের বাড়িতে সালিসসভা চলছিলো।