চুয়াডাঙ্গা জেলা থ্রি হুইলার কমিটি পুনর্বহাল : নানামুখি অভিযোগ

 

দর্শনা অফিস : থ্রি হুইলার মালিক সমিতির চুয়াডাঙ্গা জেলা কমিটি পুনর্বহালের ঘোষণা দেয়া হয়েছে। পূর্বের কমিটিই অবৈধ বলে দাবী করেছে একপক্ষ, অপরপক্ষ নিজেদের বৈধ দাবী করে পূর্বের কমিটিই বহাল রেখেছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয়েছে নানামুখি গুঞ্জন। একপক্ষ অপর পক্ষের বিপক্ষে করছে অভিযোগ।

জানা গেছে, ২০১৪ সালে নির্বাচনের মাধ্যমেই জেলা থ্রি হুইলার মালিক সমিতির কমিটি গঠন করা হয়। ওই কমিটির নির্বাচিত সভাপতি নাসির উদ্দিন বিশেষ কারণে পদত্যাগ করেন ২০১৬ সালে। সভাপতির শূন্যে পদে দায়িত্ব পালন করেন লান্টু মিয়া। ২০১৭ সালে কমিটির মেয়াদ শেষ হলেও কোনোপ্রকার নির্বাচন, কমিটি গঠন ছাড়া ও সংশ্লিষ্ট দফতর থেকে অনুমতিবিহীন পূর্বের কমিটিই দায়িত্ব পালন করে আসছে। গতকাল রোববার সকাল ৯ টার দিকে সমিতির দর্শনাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাধারণ সভা। হৈ হুল্লো ও হটকারিতার এক পর্যায়ে সভা পন্ড হয়ে যায় বলে কেউ কেউ দাবী করেছেন। কোনো সিদ্ধান্ত ছাড়া সভা ভেস্তে গেলেও কিভাবে কমিটি ঘোষণা করা হলো এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। অন্যদিকে সমিতির সভাপতি লান্টু মিয়া ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশেই সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের দায়িত্ব পালনে সমিতির সদস্যরা সন্তুষ্ট হয়ে পুনরায় বহাল রেখেছে এ কমিটি। তবে এ নিয়ে দুপক্ষের মধ্যে সহিংসতার আশঙ্কা রয়েছে বলে ধারণা করেছে সাধারণ সদস্যরা। বিষয়টি খতিয়ে দেখার জন্য দর্শনা থানার অফিসার ইনচার্জের সুদৃষ্টি কামনা করেছেন থ্রি হুইলার সমিতির সদস্যরা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More