স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে সভাপতি পদে আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি অন্য ৭পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭জন নির্বাচিত হয়েছেন। গত ২৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা দবির উদ্দীন। নির্বাচিত অন্যরা হলেন সহ সভাপতি কবির উদ্দিন, সহ সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইদুর রহমান কলি, সদস্য আশরাফুল আলম, বজলুল হাসান, আবুল বাসার ও শহিদুল ইসলাম। এর আগে পহেলা নভেম্বর তফসিল ঘোষণা করেন জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক নির্বাচনের নির্বাচন পরিষদের আহ্বায়ক দবির উদ্দীন। ৭ নভেম্বর মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিলের শেষদিন পর্যন্ত নির্বাচিত ৯ জন ছাড়া আর কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেননি। ফলে ভোট গ্রহণের তারিখ গত ২৪ নভেম্বর বিকেল ৪টায় আতিয়ার রহমান ও মমিনুলসহ ৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।