চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. হুমায়ুন কবীর মামুন আর নেই

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. হুমায়ুন কবীর মামুন ইন্তেকাল করেছেন। গতকাল রোববার বেলা ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর। মৃত্যুকালে হুমায়ুন কবীর মামুন মা, স্ত্রী, ১ ছেলে, ২ ভাই, ও ১ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মামুন চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জপাড়ার আইনজীবী মরহুম জাহাঙ্গীর আলীর ছেলে। এদিকে, গতকাল রোববার বাদ এশা কেদারগঞ্জ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুম মামুনের জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। এ সময় মরহুমের আত্মীয়-স্বজন, আইনজীবীবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। অপরদিকে, মরহুম অ্যাডভোকেট হুমায়ুন কবীর মামুনের স্মরণে আজ সোমবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নীচতলা হলরুমে শোকসভা এবং দোয়া অনুষ্ঠিত হবে। অ্যাডভোকেট হুমায়ুন কবীর মামুনের মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More