ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের উদীচী ডিঙ্গেদহ শাখার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও পল্লী সঞ্চয় ব্যাংকের শংকরচন্দ্র ইউনিয়ন মাঠ সহকারী হেলাল উদ্দিনের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেল ৫টায় ডিঙ্গেদহ বাজারে উদীচী ডিঙ্গেদহ শাখা ও শংকরচন্দ্র ম-লপাড়া যুব সমাজ এ মানববন্ধন ও প্রতিবাদসভার আয়োজন করে। সভাপতিত্ব করেন উদীচী ডিঙ্গেদহ শাখার সভাপতি ডা. আব্দুল হান্নান। উদীচী ডিঙ্গেদহ শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন উদীচী চুয়াডাঙ্গা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক হাবিবি জহির, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত, ডিঙ্গেদহ বাজার কমিটির সভাপতি বজলুর রহমান, ডিঙ্গেদহ কিন্ডারগার্টনের অধ্যক্ষ আবু সাইদ বিশ^াস, শংকরচন্দ্র ম-লপাড়া যুব সমাজে প্রতিনিধি আবু হামজা, আবু হুরাইয়া মন্টু, পদ্মবিলা ইউনিয়ন পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী সামিউল আলম। বক্তারা বলেন হেলাল একজন সাংস্কৃতিকমনা মানুষ। ফেসবুকে সে ছোট ছোট কবিতা লেখেন। ফেসবুকের লেখনীর মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করেন। হেলালকে যারা মেরেছে তারা মসজিদে ঠিকমত চাঁদা দেয় না। এ নিয়ে হেলালের সাথে তাদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। গতবছর এ ঘটনা নিয়ে হেলাল তাদের নামে থানায় অভিযোগ করেন। সেই থেকে হেলালকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলো। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ির পাশে মজনুর চায়ের দোকানে ছোট সন্তানকে কোলে নিয়ে বসে চা খাচ্ছিলেন। মোজামের ছেলে গোলাম মোস্তফা মাস্টার ও সেনা সদস্য আব্দুল্লাহ আল মামুন লোকজন সাথে নিয়ে লাঠিসোটা নিয়ে হেলালের ওপর হামলা চালিয়ে হেলালের মাথায়, হাতে ও পিঠে ও পুরুষাঙ্গে আঘাত করে মারাত্মক জখম করে। এ ব্যাপারে হেলালের পক্ষে আদালতে মামলা করা হয়েছে। এ সময় আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় বাবার বন্ধুর লালসার শিকার স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ