চুয়াডাঙ্গায় স্বাধীনতা হল কমিউনিটি সেন্টারের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় স্বাধীনতা হল কমিউনিটি সেন্টার ও কিডস ল্যান্ডের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের এতিমখানাপাড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনাসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্বাধীনতা হলের পক্ষে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সাইফুল্লাহ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাধীনতা হলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

এ সময় তিনি বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কমিউনিটি সেন্টারের নাম স্বাধীনতা হল দেয়ায় প্রথমেই আমি কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। স্বাধীনতা হল তাদের কার্যক্রম পরিচালনার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামীর পথ পাড়ি দেবে বলে আশা রাখছি। স্বাধীনতা হলের এগিয়ে যাওয়ার জন্য আমার সার্বিক সহযোগিতা থাকবে এবং আমি এই হলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। স্বাধীনতা হলের নির্বাহী পরিচালক সাংবাদিক কামরুজ্জামান চাঁদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার সিইও শামীম ভূইয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা এমএ হান্নান, তোফাজ্জেল হোসেনসহ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া জেলার মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন স্বাধীনতা হল পরিচালনা পর্ষদের সদস্য মানিক কুমার আগরওয়ালা, এসএম তাফসিরুল হক সুইট, আলমগীর শরীফ রোকন, খায়রুল হাসান, মিজানুর রহমান প্রমুখ। চুয়াডাঙ্গার স্বনামধন্য স্বাস্থ্য সেবাদান প্রতিষ্ঠান হেলথ এইড মেডিকেল সেন্টারের সহযোগী প্রতিষ্ঠান স্বাধীনতা হল ও কিডস ল্যান্ড। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্বাধীনতা হলের উদ্বোধন করা হয়েছে। বিয়ে, বৌভাত, সুন্নতে খাৎনা, জন্মদিন, সভা-সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য স্বাধীনতা হল ভাড়া দেয়া হবে। এছাড়াও স্বাধীনতা হলের পাশে শিশুদের চিত্তবিনোদনের জন্য নির্মিত হবে কিডস্ ল্যান্ড। যা নির্মাণের কাজ খুব শিঘ্রই শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More