স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেলওয়ের সিগনাল স্টাফদের হয়রানিমূলক বদলি ও চলমান নানা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও পদযাত্রা করেছে চুয়াডাঙ্গায় কর্মরত সিগনাল অ্যাসোসিয়েশন নেতা-কর্মীরা। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা রেলস্টেশন প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সিগনাল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলম আলী, চুয়াডাঙ্গা জেলা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, রেলওয়ে শ্রমিক নেতা জয়ন্ত সিং, খলিল আহমেদ, মো. নুরুজ্জামান, রাফি প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন এবং সব ধরণের হয়রানী বন্ধ করতে হবে।
এছাড়া, আরও পড়ুনঃ