স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া চারটি মোবাইলফোন উদ্ধার করেছে সদর থানা পুলিশ। উদ্ধারকৃত মোবাইলফোন চারটি গতকাল মঙ্গলবার সকালে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক সময় পৌর এলাকার জোয়ার্দ্দারপাড়ার মৃত ফজলু কাজীর ছেলে শরিফুল আরেফিন, আলুকদিয়া রাজাপুরের মৃত আবুল হোসেনের ছেলে মাসুদ রানা, দৌলাতদিয়াড়ের রবিউল ইসলামের ছেলে ইমরান হোসেন বাপ্পী ও দামুড়হুদা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বকুল হোসেনের ছেলে রনি হোসেন তাদের দামি ব্রান্ডের ৪টি মোবাইলসেট হারিয়েছে মর্মে থানায় জিডি করেন। হারিয়ে যাওয়া মোবাইলফোনগুলো পুনরুদ্ধারের জন্য চুয়াডাঙ্গা সদর থানার এএসআই আলতাব হোসেন কাজ শুরু করেন। অবশেষে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হারানো মোবাইলফোন চারটি উদ্ধার করা হয়। হারানো দামি মোবাইলফোন ফিরে পেয়ে এর মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
পূর্ববর্তী পোস্ট
জীবিকার প্রাধান্যে প্রায় সবকিছু খুলেছে : সংক্রমণ মোকাবেলা মাস্ক-টিকা
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ