চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে এসএসসি ব্যাচ ১৯৮৪ বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে জেলাব্যাপী এসএসসি ব্যাচ ১৯৮৪’র বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনভর এ মিলন মেলা অনুষ্ঠিত হয় ১৯৮৪ ব্যাচের বন্ধু মামুন অর রশীদ আঙ্গুরের বাগান বাড়িতে। চুরাশিয়ান বন্ধু চুয়াডাঙ্গা ভিক্টরি জুবলী হাইস্কুলের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের প্রাণবন্ত উপস্থাপনায় বন্ধু মিলন মেলা এক অনবদ্য আনন্দঘন পরিবেশে পরিণত হয়। অনুষ্ঠানে বন্ধু-বান্ধবীদের সরব উপস্থিতিতে র‌্যালি, পরিচিতি সভা, উপহার সামগ্রী বিতরণ, র‌্যাফেল ড্র, চুটিয়ে খাওয়া দাওয়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল থেকে দিনব্যাপী এ বন্ধু মিলন মেলার আয়োজনে যারা মূল ভূমিকা রাখেন তারা হলেন বন্ধু মোকছেদুল ইসলাম মালিক মকসু, ওয়াহিদুল কাদির জোয়ার্দ্দার আনন্দ, মিজানুর রহমান মিজান, মাসুম কামাল, ডা. আঁখি পারভীন লায়লা নার্গিস আক্তারসহ সকল বন্ধুরা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More