স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের অছাত্র বহিরাগত ক্যাডারদের গুলি বর্ষণ ও স্বশস্ত্র হামালার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে কোর্ট মোড় এলাকা থেকে বের হয়ে পান্না সিনেমাহলের সামনে পৌঁছুলে পুলিশি বাধায় প- হয়েছে। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাজাহান খাঁন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের মিছিলে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ক্যাডার বাহিনী যে ন্যাক্কারজনকভাবে গুলি বর্ষণ ও স্বশস্ত্র হামলা করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি আরও বলেন আগামী ছাত্রলীগ এমন ন্যাক্কারজনক হামলা করলে ছাত্রদল তা শক্ত হাতে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সেই সাথে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সকলকে সু-সংগঠিত হওয়ার আহবান জানান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহসভাপতি ইন্তিয়ার হোসেন ইরন, শেখ শাহাবার সুজন, শাহাবুদ্দিন আমম্মেদ, যুগ্মসাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, রোকন জোয়ার্দ্দার, কাইছ আহম্মেদ, রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক ইকরা, ইকবাল হোসেন চাঁদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক সৌরভ আরেফিন শাওন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শুকুর আলী, সহ সমাজ সেবা সম্পাদক আব্দুল লতিফ, সদস্য খালিদ হাসান, শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মনজুরুল জাহিদ, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রদলের সদস্য রিয়াদ, চুয়াডঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক রুবেল, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ হাসান, যুগ্মআহ্বায়ক সুমন আলী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ