স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গাঁজাসহ আশরাফুল শেখ নামের একজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে শহরের ফিরোজ রোড থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০০ গ্রাম গাঁজা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আশরাফুল শেখ (৪৫) চুয়াডাঙ্গা পৌর শহরের কেদারগঞ্জ ফিরোজ রোডের মৃত হযরত আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসুদ রানা, এএসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে শহরের কেদারগঞ্জ ফিরোজ রোডে অভিযান চালান। অভিযানকালে আটক করা হয় আশরাফুল শেখকে। এ সময় তার দেহ তল্লাশি করে হাতে থাকা একটি ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় ৪০০ গ্রাম গাঁজা। এ ঘটনায় গতকালই চুয়াডাঙ্গা সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আজ সোমবার আশরাফুলকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।