চুয়াডাঙ্গার সরোজগঞ্জ সবজি ব্যবসায়ীদের সাথে সদর উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে সবজি ব্যবসায়ীদের সাথে নির্বাহী অফিসারের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বায়োজিদ আইস ফ্যাক্টরি ও সবজি ট্রান্সপোর্ট সার্ভিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মালিপুকুরে এ সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান। কুতুবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক কবির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি হাজি আজিজুল হক, সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখ, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবর রহমান, চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি আব্দুল মোতালেব, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, সাংগঠনিক সম্পাদক জহুরুল আলম জবির, বায়োজিদ আইস ফ্যাক্টরি ও কাঁচামাল ট্রান্সপোর্টের পরিচালক আব্দুল ওহেদ মিয়া, আব্দুল্লা, শাহিন, ইমু মাস্টার রিমাস, রুবেল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা আব্দুর রহমান মসনাত।