চুয়াডাঙ্গার সরোজগঞ্জে স্ত্রীর চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ধুতুরহাট ঝিলখালীপাড়ার দৃষ্টি প্রতিবন্ধী ইকরামুল হোসেন আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে নিজঘরে আড়ার সাথে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ইকরামুল হোসেন (৪৪) চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ধুতুরহাট ঝিলখালি পাড়ার মৃত কুদ্দুস আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয়সূত্রে জানাগেছে, কিছুদিন আগেও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন ইকরামুল হোসেন। তবে তার চোখে সমস্যার কারণে ভ্যান চালাতে অসুবিধা হওয়ায় সম্প্রতি ছেলেকে সাথে নিয়ে ভিক্ষাবৃত্তি শুরু করেন তিনি। এরই মাঝে ইকরামুলের স্ত্রী বাড়ি থেকে চলে যান। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। হতাশাগ্রস্ত হয়ে বৃহস্পতিবার রাতে কোনো এক সময় নিজের শোয়ার ঘরের আড়ার সাথে গামছা দিয়ে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ইকরামুল। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে। আত্মহত্যার ঘটনার স্পষ্ট প্রমাণ পাওয়ায় এবং পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়।