বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার যদুপুর গ্রামে বাড়ির পার্শ্বে পানির ডোবাতে পড়ে দেড় বছরের কন্যাশিশু মিতুর করুণ মৃত্যু হয়েছে। মিতুর মৃত্যুতে পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের জুয়েল রানার মেয়ে মিতু (১৮ মাস) গতকাল শুক্রবার সকালের দিকে খেলতে খেলেতে চোখের আড়াল হয়ে যায়। মিতুর সন্ধানে চারিদিকে খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায় বেলা ১১টার দিকে বাড়ির পার্শ্বে পানির ডোবার মধ্যে তার লাশ পাওয়া যায়। এদিকে একমাত্র কন্যাশিশুর করুণ মৃত্যুতে পরিবারজুড়ে নেমে আসে শোকের ছায়া।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ