গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার বড়শলুয়া গ্রামে চিত্রা নদীর পাড় সংলগ্ন নিজ জমি থেকে গাঁজাগাছসহ একজনকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরের দিকে দুটি গাছসহ হাবুল নামের একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনি অন্যান্য ফসলের সাথে দুটি গাঁজা চাষ করতেন বলে জানা গেছে। হাবলু চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার বড়শলুয়া গ্রামের নজির ফকিরের ছেলে।
সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালান বড়শলুয়া চিত্রা নদীর পাড়ে হাবুলের নিজ জমিতে। এ সময় দর্শনা থানার এস আই তারেক হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে অবৈধভাবে চাষকৃত মাদকদ্রব্য দুটি তরতাজা গাঁজাগাছ উদ্ধার করে। একই সাথে হাবিবুর রহমান হাবুলকে গ্রেফতার করে পুলিশ। গাঁজা গাছ দুটির আনুমানিক বাজার মূল্য ৪৪ হাজার টাকা। আজ রোববার গ্রেফতারকৃত ব্যক্তিকে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করা হবে জানিয়েছেন পুলিশ।
পূর্ববর্তী পোস্ট
শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই-
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.