বেগমপুর প্রতিনিধি: জীবননগর উথলী বিওপি বিজিবি ক্যাম্পের সদস্যরা বেগমপুরে মাদকবিরোধী অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে ইয়াবাহসহ সবিজ নামের একজনকে আটক করেছে। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক দর্শনা থানায় সোপর্দ করেছেন।
জীবননগর উথলী বিওপি বিজিবি’র ক্যাম্প কমা-ার নায়েক সুবেদার শাহজাহান গোন সংসাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাদক বিরোধী অভিযান চালান বেগমপুর ইউনিয়নের বিলপাড়ায়। এসময় গ্রামের আলী আকবার মেম্বারের বাড়ির ছাদে কে বা কারা মাদক বিকিকিনি করছিলো। ছাদে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় বিজিবি সদস্যরা ১১ পিস ইয়াবাসহ গ্রামের আলী আকবারের ছেলে সজিবকে (২০) আটক করেন। আটককৃত সজিব আলী (২০) ও অজ্ঞাত দু’জনকে পলাতক আসামি দেখিয়ে মামলা দায়ের পূর্বক দর্শনা থানায় সোপর্দ করেছে বিজিবি। গ্রামে সূত্রে জানাগেছে, মাদক বিরোধী অভিযুন চালানোর সময় মহল্লার লোকজনের সাথে বিজিবি সদস্যদের সাথে বাকবিত-ার ঘটনা ঘটে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ