মুজিবনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করার লক্ষ্যে আলোচনাসভা
মুজিবনগর প্রতিনিধি: ‘প্রধানমন্ত্রী হাসিনার ঘোষণা মুজিব শতবর্ষে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না।’ এ লক্ষ্যে মুজিবনগর উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবার খুঁজে বের করে তাদেরকে ভূমি ও গৃহ প্রদান করে মুজিবনগর উপজেলাকে আগামী জুন ও জুলাই ২০২২ইং এর মধ্যে ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে আলোচনাসভা করেছে উপজেলা প্রসাশন ও উপজেলা ভূমি অফিস মুজিবনগর। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মুজিবনগর উপজেলা হলরুমে আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মুজিবনগর থানার এসআই মশিউর রহমান, কৃষি অফিসার আনিসুজ্জামান খান, সমাজসেবা অফিসার আব্দুর রব, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম তোতা, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এস এম মাহবুব আলম প্রমুখ। উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, ইউপি ভূমি সহকারী কর্মকর্তা, ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ এসময় সেখানে উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার বলেন, আগামী ১৪ জানুয়ারি হতে ১৮ জানুয়ারি পর্যন্ত উপজেলার গৃহহীন ও ভূমিহীন পরিবারের আবেদন গ্রহণ করা হবে। সরকারি পরিপত্র অনুযায়ী সঠিক তদন্তের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবার বাছাই পূর্বক তাদেরকে গৃহ ও ভূমি প্রদান করা হবে। গৃহহীন ভূমিহীন পরিবার বাছাইয়ের জন্য তিনি জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা বিশিষ্টজনদের কাছে সহযোগিতা কামনা করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ