গাংনী প্রতিনিধি: আজ বুধবার গাংনী পৌরসভার ৭নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছেন সহকারী রির্টানিং অফিসার। ভোট গ্রহণ করা হবে ইলেক্ট্রনিক ভোটার মেশিন(ইভিএম) পদ্ধতিতে। সহকারী রির্টানিং অফিসার আব্দুল আজিজ জানান, গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ড কান্সিলর মকছেদ আলীর মৃত্যুর পর কাউন্সিলর পদটি শূন্য হয়। উপ-নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের সকল প্রস্ততি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রয়োজনীয় সকল সরঞ্জাজামাদি পাঠানো হয়েছে সেই সাথে নিয়োগ করা হয়ে নিরাপত্তারক্ষী। কেন্দ্রটিতে ৮টি বুথের মাধ্যমে গ্রহন করা হবে ভোট। এ ওয়ার্ডে মোট ভোটার সংখা ২ হাজার ৪৬৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার এক হাজার ১৬২ জন এবং নারী ভোটার সংখ্যা এক হাজার ২৮২ জন। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা রক্ষাকরী লোক ছাড়াও মাঠে থাকবে ভ্রাম্যাণ আদালত। উপনির্বাচনের মোট চারজন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দিতা করছেন। প্রার্থীদের মধ্যে মোতালেব হোসেন (পাঞ্জাবী) মার্কা, বদরুল আলম বুদু (টেবিল লাইট) মার্কা, শফিকুল ইসলাম শফি (উঠপাখি) মার্কা, এবং ছানোয়ার হোসেন। ছানোয়ার হোসেন মোতালেব হোসেনকে সমর্থন দিয়ে ভোটের মাঠ থেকে সরে পড়েছেন বলেও গুঞ্জন উঠেছে। তবে উপনির্বাচন হলেও গাংনীর বিভিন্ন মানুষের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। কে হবেন শূন্য ওয়ার্ডেও কাউন্সিলর। বিভিন্ন চায়ের দোকান ও ভোটারদের মুখে শোনা গেছে মোতালেব হোসেন ও বদরুল আলম বুদুর সাথে হবে হাড্ডাহাড্ডি ভোটের লড়াই।
এছাড়া, আরও পড়ুনঃ