গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে আব্দুল বাকী (৬০) নামের এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার তেতুলবাড়িয়া চেয়ারম্যানপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত অব্দুল বাকী ওই গ্রামের মৃত আতর আলীর ছেলে।
তেতুলবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস ও নিহতের পরিবার জানান, আব্দুল বাকীর বাড়িতে ইমরাত নির্মাণ শ্রমিকরা কাজ করছিলেন। সিমেন্ট ও বালু মেশানোর জন্য পানির প্রয়োজন হলে আবদুল বাকী বৈদ্যুতিক মটর চালু করার পর পাইব লাগানোর সময় পুরো মটর বিদ্যুতায়িত হন তিনি। এসময় আহতাবস্থায় তাকে সন্ধানী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ