গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী সাহারবাটি বাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল বৃহষ্পতিবার দুপুরে সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মেহেরপুরস্থ কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রির অভিযোগে বিশ্বাস ট্রেডার্সকে ১২ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও বাড়তি মূল্য নেয়ায় শামীম ট্রেডার্সকে দু’হাজার টাকা ও হাসেম ট্রেডার্সকে এক হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে সতর্ক করা হয়। অভিযানে সহায়তা করেন গাংনী থানা পুলিশের একটি টিম।