গাংনী প্রতিনিধি: গাঁজা রাখার অপরাধে মীর মুকুল (৪৫) নামের এক মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় গতকাল বুধবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। দ-িত মীর মুকুল গাংনী ভিটাপাড়ার মীর মহসিন আলীর ছেলে।
জানা গেছে, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযান চালিয়ে গাংনী সবজি বাজারের সামনে থেকে মীর মুকুলকে দুই পুরিয়া গাঁজাসহ আটক করতে সক্ষম হয়। এসময় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে একমাসের কারাদ-াদেশ দেন। দণ্ডিত মীর মুকুলকে গাংনী থানার মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুরের পরিদর্শক আব্দুল মান্নান, উপ পরিদর্শক খাসরু আলম মামুন, সহকারী উপ-পরিদর্শক রুহুল আমিন ও জিএম শহিদুল ইসলাম।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ