গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলার অর্থনীতির মূল চাবিকাঠি হলো কৃষি। এখানে ধান, গম, ভুট্টাসহ অর্থকারী কিংবা উচ্চমূল্যের অনেক ফসল উৎপাদন হয়ে থাকে। দেশের বিভিন্ন জেলা উপজেলা বিবিধ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি পেয়েছে। অথচ দেশের অনেক পুরাতন এই উপজেলার মানুষের অর্থনৈতিক মুক্তি এখনও অনিশ্চিত। তাই কৃষি প্রধান এই উপজেলাকে কৃষি শিল্পে রূপান্তরের মাধ্যমে অর্থনৈতিকভাবে আরও স্বচ্ছল করা হবে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাংনীর রেজাউল ইসলাম রেজা এক সংবাদ সম্মেলনে উপরোক্ত কথাগুলো বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ আসনের একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে সরকারের উন্নয়ন প্রচারণার অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেলে তার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বক্তব্যে ঢাবির এক সময়ের মেধাবি ছাত্র রেজা বলেন, মেধা আমার, চাকরি আমার সেøাগানে গাংনী উপজেলার সকল শিক্ষার্থীকে লেখাপড়ায় আরও মনোনিবেশ করতে হবে। এছাড়াও এ উপজেলার প্রতিটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করে আলোকিত ও আধুনিক উপজেলায় উন্নতিকরণ আমার লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গিকার ব্যক্ত করে দেশের সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভর্নমেন্ট- এ চারটি স্তম্ভে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। তাই এই চারটি সেক্টরের মানুষগুলোকে আগে স্মার্ট করতে হবে। যার মাধ্যমে ভিশন ২০৪১ বাস্তবায়নের মধ্য দিয়ে উন্নত বাংলাদেশে রূপান্তরিত হবে দেশ। এছাড়াও নদ-নদী ও খাল পুনর্খনন, কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, তারুণ্যের বিকাশ ও আইসিটি সেক্টরকে আরও জনবান্ধব করার মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং একটি মাস্টার প্লানের আওতায় গাংনী উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার মাধ্যমে মানুষের আশা আকাক্সক্ষা পূরণ করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠান সঞ্চালায় ছিলেন সমাজকর্মী বনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রশিদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ