মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের মি. ত্রিমন (২৬) নামের কৃষক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তার পরিবারের ওপর অভিমান করে গতকাল শনিবার ভোর রাতে গ্রামের পূর্বপাড়া রতন ম-লের আম গাছের ডালের সাথে গলায় দড়ি জড়িয়ে সে আত্মহত্যা করে। সে ওই গ্রামের মি. রতন ম-লের ছেলে।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, পিতা-মাতার সাথে জমি বিক্রি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গলায় দড়ি দিয়ে ওইদিন ভোরে আত্মহত্যা করেন ত্রিমন। সে পিতা-মাতার একমাত্র পুত্র সন্তান ছিলো।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ