কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে আয়েশা খাতুন (৪৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি আয়েশা খাতুন মাদকব্যবসায়ী। আটকের সময় তার কাছ থেকে ৬শ’ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টায় মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। আটককৃত আয়েশা খাতুন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ইয়াবা চালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পোড়াদহ ইউনিয়ন পরিষদের পার্শে¦ অভিযান চালিয়ে আয়েশা খাতুন নামের এক নারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬শ’ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মস্তফা জানান, আটককৃত আয়েশা খাতুন দীর্ঘদিন ধরে ট্রেনে করে সান্তাহার এলাকা থেকে মাদক এনে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে বিক্রি করতো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
দর্শনা পৌর মেয়রসহ নবনির্বাচিতদের সংবর্ধনাকালে এমপি আলী আজগার টগর
এছাড়া, আরও পড়ুনঃ