কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের সামনে মরিয়ম খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কালীগঞ্জ শহরের খুলনা-কুষ্টিয়া মহাসড়কের বৈশাখী তেলপাম্প এলাকায়। নিহত শিশু মরিয়ম উপজেলার কুল্লপপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে।
বৈশাখী তেলপাম্প এলাকার নৈশপ্রহরী আব্দুল কাদের জানান, মা-বাবার সাথে মোটরসাইকেলে যাচ্ছিলো শিশু মরিয়ম। পথিমধ্যে তেলপাম্প এলাকায় একটি দোকানে বসে নাস্তা করছিলো। নাস্তা শেষ করে যাওয়ার সময় হঠাৎ একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিশু মরিয়মকে পিষ্ট করে। এ সময় ঘটনাস্থলেই শিশু মরিয়মের মৃত্যু হয়।
এদিকে, বুধবার সকাল সাড়ে ১১ টার সময় শহরের একই স্থানে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। আহতরা সবাই লেগুনার যাত্রী। আহতরা হলেন, উপজেলার বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের আজিজুল ইসলামের মেয়ে সাদিয়া খাতুন (২০), একই গ্রামের আমিনুর রহমানের ছেলে রনি (৪০), আমিনুল ইসলামের স্ত্রী শেফালী খাতুন (৩০), সামসুদ্দিনের ছেলে শিমুল হোসেন (২৫), বাবরা গ্রামের কামরুল গাজীর ছেলে সুজন হোসেন (২৫), বারবাজারের নুর ইসলামের স্ত্রী আলেয়া বেগম (২৭), রঘুনাথপুরের মাহফুজুর রহমানের স্ত্রী সজনী (২২), তেতুঁলবাড়িয়া গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে তোতা মিয়া (৫৫), তেতুঁলবাড়িয়া গ্রামের আব্দুর রউফের স্ত্রী ফরিদা বেগম (৪৫), নলডাঙ্গা গ্রামের তোতা মিয়ার স্ত্রী সাহিদা বেগম (৫০)। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ