ঝিনাইদহ প্রতিনিধি: বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন। কিছুক্ষণ পরেই গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হবে ৯ম শ্রেণিতে পড়–য়া স্কুলছাত্রীকে। এরই মধ্যে ম্যাজিস্ট্রেটের হানা। কনের বিয়ের বয়স না হওয়ায় বর ও কনের অভিভাবককে করা হয় ১ লাখ টাকা জরিমানা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার।
কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসানহাটি গ্রামের আক্তার আলীর স্কুলপড়–য়া মেয়েকে বিয়ে দেয়ার আয়োজনের খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে বয়স কম হওয়ায় বর জীবননগর উপজেলার সবুজ মিয়াকে ৫০ হাজার ও মেয়ের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাল্যবিয়ে প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ