কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাংবাদিক ও কলামিস্ট আলহাজ এমএ কাদের এর লেখা ‘জাতীয় সংকট’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ শহরের ইউনিভার্সাল হ্যাচারীজ নামের প্রতিষ্ঠানে এক অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ শহীদুল ইসলাম, উচ্চকণ্ঠ পত্রিকার সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, সমকালের জামির হোসেন, এশিয়া বাণীর শাহজাহান আলী সাজু, ইত্তেফাকের রফিকুল ইসলাম মন্টু, মানবজমিনের তোফাজ্জেল হোসেন তপু, রানারের হুমায়ুন কবির সোহাগ এবং লেখকের সহধর্মিনী মাহবুবা ফেরদৌস রাখী প্রমুখ।
সাংবাদিক ও কলামিস্ট এম এ কাদের বাংলাদেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কলাম লেখেন। তার লেখা কলামগুলো দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। ‘জাতীয় সংকট’ শিরোনামে লেখা তার এই বইটি এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.