কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতসুত্রে জানাগেছে রোববার বিকাল ৫ টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা এবং সড়ক পরিবহন ২০১৮ এর ৬৬ ধারায় সর্বমোট ১২ টি মামলায় ২হাজার ১শত টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত । ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এএসআই জাহিদুল ইসলাম ও পুলিশ সদস্যরা।