কার্পাসডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা রোগীদের জন্য কার্পাসডাঙ্গা একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর পক্ষ থেকে ৭টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। মঙ্গলবার এ সিলিন্ডার প্রদান করা হয়।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর হাসপাতালে জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনানুষ্ঠানিকভাবে কার্পাসডাঙ্গা একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর সিলিন্ডার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের হাতে তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এ এস এম মারুফ হাসান, আরএমও এ এস এম ফাতেহ্ ইসলাম, ডাঃ আকলিমা খাতুন, প্রধান অতিথি সিলিন্ডার প্রদানকারী প্রতিষ্ঠান কার্পাসডাঙ্গা একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতির লিঃকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনাকালিন এই মহাসংকটে সবাই একসাথে কাজ করতে হবে। তিনি সাংবাদিকদের অনুরোধ করে বলেন আপনারা জনসচেতনতামূলক সংবাদ বেশী বেশী করে লিখবেন যেন সংবাদ পড়ে মানুষ করোনা থেকে সাবধানে থাকে। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন একতা হেয়ার প্রসেসিং সমবায় সমিতির লিঃ এর সভাপতি হাসিবুজ্জামান সহিদ বিশ্বাস।