করোনা আক্রান্ত হয়ে জীবননগরের মৃগমারী গ্রামে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
জীবননগর ব্যুরো: করোনা আক্রান্ত হয়ে জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে হোসেন আলী (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮ টায় তার মৃত্যু হয়।
জানা গেছে, মৃগমারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বেশকিছু দিন আগে জ্বর ও কাশিতে ভুগছিলেন। এক পর্যায়ে ২৬ জুন তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে করোনা পজিটিভ হন। উন্নত চিকিৎসার জন্য তার ছেলে পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম পিতা হোসেন আলীকে ঢাকাতে নিয়ে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসার এক পর্যায়ে শারিরীক অবস্থার অবনতির কারণে তাকে আইসিইউতে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল ৮টার সময় বীর মুক্তিযোদ্ধা হোসেন আলীর মৃত্যু হয়েছে।