টিপ্পনী
কপাল খারাপ
চোরে চোরে মাসতুতো ভাই
কথায় লোকে বলে,
কথায় যদি মিল না খেলো
এসব কথা চলে।
সাত মুলুকের সাত চোরে আজ
বেঁধেছে এক গাঁতা
তোমরা যতোই ছোট ভাবো
ব্যাপারটা নয় যা তা!
এক চোরা যায় দক্ষিণে আর
এক ব্যাটা যায় পূবে
অন্যরা সব সেয়ানা চোর
জল-পানি খায় ডুবে।
দশ দশ দিন সুখের কপাল
গেরস্ত যায় ফেঁসে,
কপাল খারাপ! লাল দালানে
একাই ঢোকে এসে।
সূত্র:(চোরাই তিন মোটরসাইকেলসহ চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার)