মুজিববর্ষে মেহেরপুরে বৃক্ষরোপণের উদ্বোধনকালে জেলা প্রশাসক
মেহেরপুর অফিস: মুজিব শতবর্ষে বৃক্ষরোপণের অংশ হিসেবে মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বন বিভাগ। গতকাল শনিবার সকালের দিকে মেহেরপুরে ভৈরব নদীর তীরে একটি নিম গাছের চারা রোপণের মধ্যে দিয়ে বৃক্ষরোপণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মনসুর আলম খাঁন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাফরুল্লাহ, সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, নাহিদ হোসেন, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলসহ জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এদিন ভৈরব নদের পূর্বপাড়ের ওয়াক ওয়ের দুইপাশে সোনালু, জারুল, নীম, কৃষ্ণচুড়াসহ বিভিন্ন ধরনের শোভাবর্ধক বেশকিছু গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপন উদ্বোধনকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অতি গুরুত্বপূর্ণ। একটি গাছ কাটলে আগে দুটি গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালে হবে না তার যতœ নিতে হবে। তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা কঠিন হবে না। জেলা প্রশাসক আরও বলেন, ভৈরব নদের মেহেরপুর অংশের দু’পাশে ৬ হাজার গাছের চারা লাগানো হবে। সারাদেশে এক কোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে মেহেরপুরে ৬০ হাজার চারা রোপণ করা হবে। সেপ্টেম্বর ও অক্টোবর এই দু’মাসব্যাপী চলবে এই বৃক্ষরোপণ অভিযান।