নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রাম থেকে ঈদের দিন বুধবার তিনজন নাবালিকা মেয়ের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। পাঁচ দিনেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ তিন কিশোরীর পক্ষে অভিভাবক সালমা বেগম বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় ওই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিখোঁজ হওয়া কিশোরীদের স্বজনরা জানান, ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের উদ্ধার করা যায়নি। তিন কিশোরীরা হলো- উপজেলার ইতনা গ্রামের মিথুন শেখের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী মোসাম্মাৎ খাদিজা খানম (১৫), মোমরেজ খানের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী মোসাম্মাৎ তৃপ্তি (১৬) ও মো.আমির খানের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী মোসাম্মাৎ জুই (১৫)। অসৎ উদ্দেশ্যে কোনো সংঘবদ্ধ নারী পাচারকারী চক্র একই দিনে তিনজন মেয়েকে গুম করে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয় লোহাগড়া থানার ওসি মো.আবু হেনা মিলন যুগান্তরকে বলেন, নিখোঁজ তিন ছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের অতিসত্বর উদ্ধার করা সম্ভব হবে।