স্টাফ রিপোর্টার: আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে পৌর আওয়ামী লীগের আয়োজনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, কার্যনির্বাহী সদস্য ও জজ আদালতের পিপি অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা আব্দুল কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, সহ-সভানেত্রী ফরিদা ইয়াসমিন রিনা, কাউন্সিলর সুলতান আরা রতœা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, মহিলা নেত্রী লাইলা শিরিন, রোজিনা আক্তার সাথী, সম্পা ফেরদৌস, নাজমুন্নাহার ময়না, দিলরুবা খুকু, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাফিয়া বেগম। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন যুবলীগ নেতা শেখ সেলিম, আনান্দ, জালাল, পিন্টু, শেখ সোহেল, রমজান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মহিলা নেত্রী নাবিলা রুখসানা ছন্দা।