আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার বদরগঞ্জে আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ঢালাই কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় উপস্থিত ছিলেন আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাজি মো. মোতালেব মিয়া, কুতুবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. হালিম হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাক্কা মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহাগ হোসেন, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য মো. ফারুক হোসেনসহ আরো অনেকে। মসজিদের কাজের জন্য প্রধান অতিথি ৫০বস্তা সিমেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী আক্কাচ আলী ৫০ বস্তা সিমেন্ট অনুদান হিসাবে প্রদান করেন।