আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য ইনজেকশন সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড- প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ন কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজারের খবির উদ্দিনের ছেলে রোকনুজ্জামান (৩৫) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। বর্তমানে রোকনুজ্জামান মাদকদ্রব্য ইনজেকশন ব্যবহার করেন। গতকাল আলমডাঙ্গা থানা পুলিশ তাকে ইনজেকশনসহ আটক করে। আটকের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ন কবীরকে সংবাদ প্রদান করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।