আলমডাঙ্গায় পবিত্র ঈদুল আজহা পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় পবিত্র ঈদুল আজহা পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও সহকারী সার্জন ডা. শারমিন আক্তার, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আক্তারুজ্জামান, মডেল কেয়ার টেকার কাজী মাওলানা ওমর ফারুক, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, নাহিদ হাসান, ইউনুস মন্ডল, আলামীন, এম সনজু প্রমুখ। এ সময় বক্তরা বলেন, নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই করতে হবে। জবাইকৃত পশুর রক্ত ও বর্জ্য যাতে দুর্গন্ধ না ছড়ায় ও যত্র তত্র যাতে পশু জবাই না করা হয় সেদিকে পৌর মেয়রসহ ইউপি চেয়ারম্যানদেরকে অবহিত করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More