হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটুভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুুপুরে বাড়িতে ঘর নির্মাণের কাজ চলা অবস্থায় ঘরের টিন স্থানান্তর করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্ত্রী আকলিমা খাতুন (৩২) হাটুভাঙ্গা গ্রামের আসাদুল হকের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরের উপর দিয়ে বিদ্যুতের তার ছিলো। অসাবধানতাবশত বিদ্যুৎ সংযোগের সঙ্গে টিনের সাথে আকলিমা খাতুন হাত লেগে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতাল রেফাড করেন। কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আকলিমা খাতুন মারা যান। পরে মরদেহ বাড়িতে নেয়ে আসা হয়। রাত ৮টার দিকে জানাজা নামাজ শেষে গ্রাম্যকবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।