আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী বন্দরভিটায় মরাগাঙে ডুবে হাসান আলী নামের একজনের মৃত্যু হয়েছে। বেলা ৩টার দিকে মরাগাঙ থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাসান আলী (৪৫) আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের আসমানখালী বন্দরভিটা গ্রামের মাঝেরপাড়ার মৃত ছিয়ামদ্দীন ম-লের ছেলে। পারিবারিকসূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ৮টার দিকে হাসান আলী মরাগাঙের ওপার মাঠে পানবরজে পান ভেঙে বাজারে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়। দুপুর ২টার দিকে হাসান আলী বাড়িতে ফিরে না গেলে তাকে পরিবার থেকে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে গ্রামের পাশে মরাগাঙ নামক ওই গাঙের পানিতে নেমে খোঁজাখুজি শুরু করলে ৩টার দিকে তার মরহেদ পানির ভেতর থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। গতকাল রোববার রাত ৮টার দিকে গ্রাম্য কবরস্থানে মরহুমের জানাজা নামাজ শেষে দাফনকার্য সম্পন্ন হয়। তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ