আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আশাবুল হক ঠান্ডুর বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে গতকাল সোমবার বেলা ১০ টার দিকে দোয়া মোনাজাত ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাও. আবু মুসা। পরে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহম্মদ বাবলু। প্রধান অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউপি সচিব তোফাজ্জেল হোসেন সেন্টু। স্মৃতিচরণ করেন ভাংবাড়িয়া ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ জাফর আলী। বিষেশ অতিথি ছিলেন আজাবুল করীম বিশ্বাস, আরিফ আহম্মদ প্রিন্স, উপজেলা সমাজসেবা কর্মী জামাল উদ্দীন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রেজাউল করীম, ইউপি সদস্য গিয়াস উদ্দীন মালিথা, মনোয়ার হোসেন মনা, ইসমাইল হোসেন এশা, রিপন বিশ্বাস, সাজেদুল ইসলাম, হাটবোয়ালিয়া মেরিট মডেল স্কুলের প্রধান শিক্ষক বকতিয়ার খলজি, রবিউল হক, কিয়াম উদ্দীন, আজিজুল হক, হাজি ওলিদ, মারফত আলী, মনোয়ার হোসেন, সুলতান হোসেন, লাকছু বিশ্বাস, ইদ্রিস আলী, ডাক্টার আক্কাস আলী, রাশিদুল ইসলাম, ইনামুল হক, শুকুর ম-ল, জান্টু হোসেন ছাড়াও এলাকার মুসল্লিগণ। দোয়া ও মোনাজাত করেন ভাংবাড়িয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাও. মোহাম্মদ আবু মুসা। অনুষ্ঠান পরিচালনা করেন হাটবোয়ালিয়া মেরিট মডেল স্কুলের পরিচালক শাহাবুল ইসলাম।
এছাড়া, আরও পড়ুনঃ