আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার বন্দর ভিটায় কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ৪টার দিকে গ্রামের আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী ইউনিয়ন যুবলীগের অন্যতম নেতা বিশিষ্ট সমাজ সেবক ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রহমান। প্রধান অতিথি ছিলেন আসমানখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শাহিনুর ইসলাম, এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাস্তহারা লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লাভলু, হাবিবুর রহমান, লিপন মিয়া, ইয়ামিন আলম, আক্তার হোসেন, এমদাদুল হক ওদুদ, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহসম্পাদক আব্দুল গাফফার, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মশিউর রহমান অভি প্রমুখ। ইউনিয়ন যুবলীগের অন্যতম নেতা বজলুর রহমান তার পিতা-মাতার বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় নিজস্ব উদ্যোগে ইউনিয়নের নান্দবার, বন্দর ভিটা ও সাহেবপুর গ্রামে ৩ শত হতদরিদ্র ও কর্মীদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গায় প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ