আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা ও ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা ও স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে আনুষ্ঠানিক উন্মুক্ত বাজেট ও বাইসাইকেল বিতরণ করা হয়।
খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর (ডিএফ) আজাদুল ইসলাম, খাদিমপুর ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জামেশেদুর রহমান জোয়ার্দ্দার। চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানউজ্জামান সারোয়ার, পাচঁকমলাপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আসলাম উদ্দিন। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম, ইউপি সদস্য শিমুল, নাসির, আসাবুল, সাহাবুল, রকিবুল, একরামুল, আরাফাত, বকুল, আনন্দ, সালেহা, বন্যা, শাহানাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন ইউপি সচিব চির কুমার শাহ। অনুষ্ঠান শেষে খাদিমপুর ইউনিয়ন এলাকার ১৫জন ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেয়া হয় এবং প্রধান অতিথি ইউনিয়ন পরিষদ ভবনের সামনে দুটি তালগাছ রোপণ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More