আলমডাঙ্গা ব্যুরো: রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের জোন ১০ বি’র জোনাল সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন আলমডাঙ্গার সন্তান মোহাইমেনুল হক আবির। রোটারি ইন্টারন্যাশনাল জেলা ৩২৮১ থেকে আগামী এক বছরের জন্য তিনি এ নিয়োগপ্রাপ্ত হন। সম্প্রতি ডিসট্রিক্ট রোটার্যাক্ট রিপ্রেজেন্টেটিভ কাউসার আহমেদ স্বাক্ষরিত ওই নিয়োগপত্র প্রদান করা হয়েছে। ৮টি রোটার্যাক্ট ক্লাব নিয়ে রোটারি ইন্টারন্যাশনাল ক্লাবের ১০বি জোনাল গঠিত। ইতোপূর্বে আবির রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা মহানগর নর্থ ওয়েস্টের ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
মোহাই মেনুল হক আবির চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের রাজনীতিক এমদাদুল হক ডাবুর জ্যেষ্ঠ সন্তান। তিনি ঢাকার স্টেট ইউনিভার্সিটি অব কলেজ থেকে বিবিএ সম্পন্ন করেছেন। বর্তমানে একই শিক্ষাপ্রতিষ্ঠানে এমবিএ অধ্যায়নরত। পড়াশোনার পাশাপাশি তিনি নানা সামাজিক কর্মকান্ডে জড়িত। অর্পিত দায়িত্ব সফলভাবে পালনের জন্য আবির সকলের নিকট অপত্য স্নেহে দোয়া চেয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ